মোস্তাফিজুর রহমান শুভ’র কবিতা ,

 

তোমারে ভুইল্লা গেলে,তোমার কিছু না,
আমার অনেক কিছু অইতো!
গন্ডি থেইক্কা বাইর অইবার পারতাম।
পৃথিবী টা দেখবার পারতাম।
দেখছ?তোমারে অহন ভুইল্লা যাইবার চাই।
সত্যি একদিন ভুইল্লা যামু।
সব ফুল তো বকুল না,
যে হুগাইয়া গেলে সুভাস ছড়াইবো।
তুমি জবা কিংবা গাদা



মন্তব্যসমূহ